একদিন প্রাণহীন দেহে
হয়তো একটা লিজার্ড কিংবা
ঝিঁঝিঁ পোকার বসত হবে।
একটা কালো কাক কিংবা ধূসর চড়ুই
ঠুকরে দেবে চোখ
শাস্বহীন শরীরের আনাচে-কানাচে
লকলকিয়ে বেড়ে উঠবে গুল্মলতা।
পুঁই শাকের সবুজ ডাটা বেয়ে
সুড়ুৎ করে সটকে পড়া
কোনো গিরগিটির আস্তানা হবে নাসিকারন্ধ্র।
মাটির রস আর হাজারো নাম না জানা কীটের ভোজনে
মসৃণ চামড়া ভেদ করে নিরাপদ আশ্রয়ে থাকা
মাংসগুলো খসে যাবে মিশে যাবে।
হাড় হয়ে শরীরখানা টিকে থাকার আরও কিছুদিন
তারপর আমি অপঠিত ইতিহাস হবো।
৬০০কোটি বছরের পৃথিবীতে মুছে যাবো আমি
বিশ্বলোকের অনন্ত গ্যালাক্সির কোনো এক ব্লাকহোলে
হয়তোবা আশ্রয় নেবে প্রাণ।
জেমস ওয়েবের সোনামোড়ানো কাঁচও
পাবে না আমার খোঁজ!